নারী! ইসলামই তোমার নিরাপত্তা। হ্যাঁ ইসলাম নামক যে ধর্ম মহান আল্লাহ আমাদের দান করেছেন তাতে আমাদের শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা হয়েছে।পৃথিবীর আর কোন ধর্ম পারিনি নারী নিরাপত্তার গ্যারান্টি দিতে। নারী তুমি যদি মনে করো ইসলামী আইন অমান্য করে বেপদায় চলাফেরা করলে,পুরুষের সাথে কাজ-কর্ম করলে তোমার নিরাপত্তা ক্ষুণ্ন হবে না ,তাহলে তুমি ভুল করবে।লোহা আর চুম্বক কাছাকাছি থাকলে একে অপরকে টানবেই। আগুনে কাছে মোম থাকলে মোম গলবেই।শত বাধায় ও কোন কাজ হবে না।তাই আল্লাহ তোমাকে যেখানে থাকার নিদের্শ দিয়েছেন সেখানেই তুমি থাকো।তাবেই নারী তুমি পাবে তোমার জীবনের নিরাপত্তা। নারী তুমি যদি ভাবে থাকে খোলামেলা পোশাক পরটা আধুনিকতা।তবে তুমি ভুল ভাবছো। নারী তুমি একবার ইসলামী পোশাক পরে রাস্তায় বের হয়ে দেখো,তুমি ইভটিংজ এর শিকার হও কিনা,তুমি বের হয়ে দেখো,তুমি ধর্ষিত হও কিনা। নারী তুমি ইসলামী আইন মেনে দেখো,তুমি সম্মান পাও কিনা।দেখবে নারী,তুমি আর ইভটিংজের শিকার হচ্ছো না,হচ্ছো না কখনো ধর্ষিত। কেন জানো,কেননা একমাত্র ইসলামই তোমার নিরাপত্তা প্রদান করেছে। পূথিবী আর কেউ তোমার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারিনি।