পাত্র হিসেবে যেসব কারণে ছেলেদের প্রথম দেখায় বাতিল করেন মেয়েরা



প্রথম দর্শনে চশমা পরা কোনো পাত্রীকে বউ হিসেবে পছন্দ করতে চান না ছেলেরা। বিয়ের পাত্র-পাত্রী মিলিয়ে দেওয়া সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইট শাদি ডট কম সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে। ফলাফলে দেখা যায়, বিয়ের জন্য মেয়ে পছন্দ করার ক্ষেত্রে ছবিতে বা মুখোমুখি দেখার ক্ষেত্রে প্রথম দর্শনেই চশমা পরা মেয়েকে পছন্দ করেন না ভারতীয় ছেলেরা।
ভারতের প্রায় ৭ হাজার ২ শ প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী-পুরুষের ওপর জরিপ চালানো হয়। চশমা পরা মেয়েদের পাত্রী হিসেবে দেখলে ছেলেদের মনে হয়, এতে বিয়ের সম্ভাবনা ভেস্তে যাবে।
জরিপে ৩৪.৬৬ শতাংশ পুরুষ জানান, পাত্রীকে বউ হিসেবে পছন্দসই হতে চশমা পরা মেয়েদের ভালো লাগে না। এদিকে, চশমা ব্যবহারকারীদের মধ্যে ৩৯.৯২ শতাংশ নারী জানান, তারা পাত্রের সঙ্গে দেখা করতে গেলে চশমা পরেই যাবেন।
এ ছাড়া পাত্র হিসেবে কী কারণে ছেলেদের প্রথম দর্শনেই বাতিল করেন মেয়েরা, এ প্রশ্নও রাখা হয় মেয়েদের।

জবাবে ছেলেদের দেহের বাজে গন্ধকে বাতিলের প্রথম কারণ হিসেবে ৫৬.৫১ শতাংশ নারী মত দিয়েছেন। মুখের দুর্গন্ধকে দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন ৩২.০৪ শতাংশ নারী। আর ১১.৪৫ শতাংশ নারী বিয়ের পাত্রকে বাতিল করবেন চুলে খুশকি থাকলে।

ছেলেরা পাত্রী বাতিলের ক্ষেত্রে চশমা ছাড়াও অন্যান্য কারণের উল্লেখ করেছেন। তাদের ৬১.২৮ শতাংশ চড়া গলায় কথা বলা মেয়েদের বাতিল করবেন। অতি মেকআপ নেওয়া মেয়েদের পছন্দ করেন না ২৪.০২ শতাংশ পুরুষ। আর ১৪.০৭ শতাংশ ছেলের অপছন্দ সেই নারীদের, যাদের নখে নেইল পলিশের ক্ষেত্রে রুচিবোধ নেই।
শাদি ডট কমের চিফ অপারেটিং অফিসার গৌরভ রক্ষীত বলেন, সময় এবং জীবনযাপনের পরিবর্তনের পরও বিয়ের পাত্র-পাত্রী দেখার সময় প্রথম দর্শনটা বড়ই গুরুত্বপূর্ণ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger