যে ৫টি সম্ভাব্য কারণে প্রেমিকা ছেড়ে যেতে পারে আপনাকে

Add caption

বেশ ভালোই তো চলছে আপনাদের দুজনের প্রেম। প্রেমিকা মাঝে মাঝে এটা-ওটা নিয়ে অভিযোগ করলেও তেমন একটা গায়ে না লাগিয়েই চালিয়ে নিচ্ছেন সম্পর্কটাকে। কিন্তু আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে না তো? চমকে উঠলেন তাই না?

অনেক সময় নিজের অনেক অবহেলার কারণে ভেঙে যায় সুন্দর গোছানো একটি সম্পর্ক। বিশেষ করে সম্পর্কের প্রতি অবহেলা করলেই কাছের মানুষটি দূরের হয়ে যেতে সময় লাগে না বেশি। বিশেষ কিছু কারণে আপনার প্রেমিকাও ছেড়ে চলে যেতে পারে আপনাকে। জানতে চান কী সেই কারণ গুলো? জেনে নিন ৫টি সম্ভাব্য কারণ।

অপরিচ্ছন্নতা

নারীরা অপরিচ্ছন্নতা একেবারেই পছন্দ করে না। বিশেষ করে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারীরা পরিচ্ছন্ন পুরুষদেরকেই বেশি অগ্রাধিকার দেয়। প্রেমিকের নোংরা পোশাক, ঘামের দূর্গন্ধ কিংবা মুখের দূর্গন্ধ একেবারেই সহ্য করতে পারে না নারীরা। আপনার যদি অপরিচ্ছন্ন থাকার অভ্যাস থাকে তাহলে আপনার প্রেমিকা অচিরেই আপনার সাথে সম্পর্ক রাখতে অনিচ্ছা প্রকাশ করতে পারে।

সামাজিক আদব কায়দার অভাব

অনেক পুরুষই সামাজিক আদব কায়দার ব্যাপারে বেশ উদাসীন। সমাজে কীভাবে কথা বলতে হবে, মানুষের সামনে কীভাবে খেতে হবে, কোন পোশাকে যেতে হবে ইত্যাদি নানান বিষয় নিয়ে নারীরা বেশ সচেতন থাকে। আর তাই তাঁরা চায় তাদের সঙ্গীটিও এসব ব্যাপারে স্মার্ট ও সচেতন হোক। আপনি যদি সামাজিকতা পালনে উদাসীন হয়ে থাকেন এবং সামাজিক আদবকায়দা গুলো নিয়ে তেমন সচেতন না হয়ে থাকেন তাহলে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাওয়ার সম্ভবনা প্রবল।

অতিরিক্ত অহংকার

নারীরা অহংকারী পুরুষদেরকে একেবারেই পছন্দ করেন না। বিশেষ করে যে সব পুরুষরা নিজের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং নিজের চেহারা ও অর্থ-সম্পদ নিয়ে অহংকার প্রকাশ করে সেসব পুরুষদেরকে নারীদের কাছে ব্যক্তিত্বহীন মনে হয়। নিজের চেহারা ও গায়ের রঙ নিয়ে যেসব পুরুষরা অহংকার করে তাদের স্বভাবটাকে মেয়েলী মনে হয় নারীদের কাছে। আর তাই অহংকারী পুরুষদের সাথে নারীরা সম্পর্ক এগিয়ে নিতে চায় না এবং অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্ক ভেঙে ফেলে।

সম্পর্কের প্রতি অবহেলা

প্রেমিকার ফোন ধরতে ইচ্ছে করছে না? ফোনের শব্দ বন্ধ করে লম্বা একটা ঘুম দিয়ে দিলেন আপনি। কিংবা প্রেমিকা আপনার সাথে ঘুরতে যেতে চাইছে অনেক দিন ধরে, নানান বাহানায় আপনি এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি অচিরেই আপনার প্রেমিকাকে হারাবেন। কারণ নারীরা সম্পর্কের প্রতি অবহেলা করে এমন পুরুষদেরকে একেবারেই পছন্দ করে না। সম্পর্কের প্রতি যত্নশীল এবং প্রেমিকাকে গুরুত্ব দেয় এমন পুরুষদেরকেই নারীরা পছন্দ করে প্রেমিক হিসেবে।

অতিরিক্ত বন্ধু বৎসলতা

সারাদিন বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকেন না তো? বন্ধু তো সবারই থাকে। কিন্তু তাই বলে প্রেমিকার চাইতে বন্ধুদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেললে কিন্তু সম্পর্কে ভাঙ্গন দেখা দিতে পারে। তাই সম্পর্ক ঠিক রাখতে ভুলেও বন্ধুদেরকে প্রেমিকার চাইতে বেশি গুরুত্ব দিয়ে ফেলবেন না।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger