জেনে নিন মূল্যবান ৭টি শিক্ষা


আমাদের জীবনে অলৌকিক বা লৌকিক হোক চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের শেখার জিনিস। অনলাইনে সঠিক ওয়েবসাইটের সন্ধান পাওয়া না গেলে অনেক ভুল বিষয় আপনার মাথায় ঢুকে যেতে পারে। জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা নেওয়ার জন্য অনেকেই এখন অনলাইনের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু সঠিক ওয়েবসাইটের ঠিকানা জানা না থাকায় অনেকেরই হতাশ হতে হচ্ছে। এ জন্য নির্ভরযোগ্য ও সহজবোধ্য কয়েকটি ওয়েবসাইটের বিস্তারিত তথ্য দেওয়া হলো এ লেখায়। এ তথ্যগুলো থেকে নিশ্চিন্তে জেনে নিতে পারেন মূল্যবান শিক্ষা।

 এইচটিএমএল : প্রযুক্তি নিয়ন্ত্রিত এ বিশ্বে ওয়েবসাইট তৈরি ও নিয়ন্ত্রণ অনেকের কাছেই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা দিচ্ছে। এ ধরনের একটি সহজ ওয়েবসাইট, যেখান থেকে আপনি সহজেই শিখে নিতে পারবেন বেসিক ওয়েবসাইটের জন্য এইচটিএমএল শেখার পদ্ধতি।  

সাইন ল্যাঙ্গুয়েজ :
 বোবাদের নিয়ে যদি আপনার কাজ করতে নাও হয়, তারপরও এ ভাষাটি শিখে নিতে পারেন। এ ভাষার সাহায্যে শুধু বোবারাই নয়, অন্যরাও যোগাযোগ করতে পারে। আর জীবনের চলার পথে অতিরিক্ত একটি ভাষা জানা থাকা খুবই প্রয়োজন।  

সেলাই :
আপনার নতুন পোশাক কিভাবে সেলাই করতে হবে কিংবা একটা বোতাম কিভাবে লাগাতে হবে, সব কিছুতেই কিছু নিয়ম আছে। আর এসব বিষয় ও পদ্ধতি বিস্তারিত জেনে নেওয়ার জন্য সাহায্য নিন ওয়েবসাইটের। আর যদি সাধারণ সেলাই নয়, আপনি অসাধারণ সব ডিজাইন করতে চান, তাহলেও ব্যবস্থা আছে ওয়েবসাইটটিতে।

 নতুন রেসিপি :
নিত্যনতুন রান্নার জন্য রেসিপি দেখে নেওয়ার প্রয়োজন হয় অনেকেরই। আর ভিন্ন ধরনের রেসিপি শেখাতে এর জুড়ি নেই। আর এ ওয়েবসাইটটি আপনাকে শুধু রান্নাই শেখাবে না, এতে পাওয়া যাবে এ সংক্রান্ত আরও অনেক কিছু।  

জীবন বাঁচানোর জন্য সিপিআর :
 হঠাৎ করে কারো হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে সিপিআর-এর কৌশল প্রয়োগ করে তাকে বাঁচিয়ে তোলা যায়। আপনার প্রাথমিকভাবে এটি প্রয়োজনীয় বলে মনে নাও হতে পারে। কিন্তু হঠাৎ করেই নিকট আত্মীয় কিংবা কোনো প্রিয়জনের হৃৎস্পন্দন বন্ধ হলে বুঝবেন, এটি শিখে রাখা কতটা প্রয়োজন ছিল।

  প্রয়োজনীয় বহু বিষয় :
 শত শত ভিন্ন বিষয় শেখানোর জন্য কার্যকর একটি ওয়েবসাইট সব কাজের কাজি বলাই যুক্তিসঙ্গত। এর মাধ্যমে আপনি বহু কাজ করার উপায় খুঁজে পাবেন। যখনই কোনো কাজ করার উপায় খুঁজে পাবেন না, তখনই ভিজিট করুন।  

আত্মরক্ষার উপায় :
আপনি নিশ্চয়ই সব সময় সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরেন না। আর এ জন্য কখনো বিপদে পড়বেন না, এমন কোনো নিশ্চয়তাও নেই। বিপদে পড়লে আত্মরক্ষার নানা উপায় কতটা কাজে লাগে, তা বলার অপেক্ষা রাখে না। আর এ উপায়গুলো আপনাকে শেখাবে ওয়েবসাইট।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger