আজ উলঙ্গ অবস্থায় উপস্থিত হয়েছ


হে রাসূল! সে দিনটির কথা স্মরণ করুণ! যেদিন আমি পাহাড়গুলোকে স্থানচ্যুত করবো। আর পৃথিবীর পিঠ সমতল দেখা যাবে। সকল মানুষকেই আমি একত্রিত করবো। তাদের মধ্য থেকে কাউকে রেহাই দেয়া হবে না। আর সকলকে সারিবদ্ধ অবস্থায় আপনার মনিবের সামনে উপস্থিত করা হবে। (তাদের লক্ষ্য করে বলব,) ‘তোমরা তো আজ উলঙ্গ হয়ে উপস্থিত হয়েছ, যেভাবে আমি তোমাদের প্রথমবার দুনিয়াতে সৃষ্টি করছিলাম। তোমরা তো মনে করছিলে, আমি তোমাদের জন্য কোনো সময় নির্ধারিত করিনি।’ আর মানুষের আমলনামা তাদের হাতে দেয়া হবে। তখন আপনি দেখতে পাবেন, গুনাহগারেরা তাদের আমলনামা দেখে কিরূপ ভীত হয়। তারা বলবে, ‘হায়! আমাদের দুর্ভাগ্য! এটা কি ধরনের আমলনামা! ছোট বড় যা কিছু করেছিলাম সবকিছুই এতে লেখা রয়েছে, কিছুই তো বাদ পড়েনি।’ আর দুনিয়াতে যে যা করেছিল সবকিছুই সামনে উপস্থিত হবে। আপনার মনিব কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করবেন না। (সূরা আল কাহাফ, আয়াত : ৪৭-৪৯)
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger