নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। প্রতিটি মুসলমানের ওপর আল্লাহ তা’য়ালা নামাজ আদায়ের ওপর বার বার তাগিদ দিয়েছেন।
হজরত আবু হোরায়রা (রা.) বলেছেন, ‘আমি নবী করীম (সা.)কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন বান্দাদেরকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যসব আমল ঠিক। আর যদি নামাজ ঠিকমত আদায় না করে তবে অন্যান্য আমল দ্বারা পরিত্রাণ পাবে না।
ঠিকমত নামাজ আদায়কারীর যদি ফরজে কোনো ত্রুটি থাকে, তবে আল্লাহ তা’য়ালা বলবেন, আমার এ বান্দার কোনো নফল ইবাদত আছে কি না দেখ, যদি নফল ইবাদত থাকে তবে এ নফল দ্বারা ফরজের ত্রুটি পূর্ণ করে দেয়া হবে। নামাজের ন্যায় তার অন্যান্য আমল এমনিভাবে মার্জনার চোখে দেখা হবে’।