যে জিনিস ছাড়া ভালোবাসা টিকে না!


ভালোবাসার সব সম্পর্কই ভীষণ স্পর্শকাতর। আর তাই এ সম্পর্কে বিশ্বাসে চির ধরার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। নানাকারণে বিশ্বাসে চির ধরতে পারে, ছিন্ন হতে পারে ভালোবাসার বন্ধন। ভালোবাসার এই সম্পর্ককে টিকিয়ে রাখতে বিশ্বাস ধরে রাখার কিছু কৌশল জেনে নেয়া ভালো।



১. প্রিয় মানুষটির সাথে ছোটো ছোটো ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলো শেয়ার করুন। তার ভালো লাগার বিষয়গুলোতে নজর রাখুন, ভালোবাসা প্রকাশ করুন।

২. অনেক কারণেই প্রিয় মানুষটির প্রতি সন্দেহের সৃষ্টি হয়। যেমন- যোগাযোগ কমে যাওয়া, অন্যের কথাকে বেশি গুরুত্ব দেয়া ইত্যাদি। যদি মনে হয় আপন মানুষটি সময় দিচ্ছেনা, যোগাযোগ কম করছে বা দেখা করতে চাচ্ছেনা। সেক্ষেত্রে তার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলুন।

৩. ভালোবাসার সর্ম্পকে কেউ কারো বস নয়। এটা তুমি কেন করেছো? সব দোষ তারই- এই দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন।

৪. সম্পর্কে কোন ধরনের চাপ সৃষ্টি করবেন না। কোন এক বিশেষ ব্যক্তির সাথে তার বন্ধুত্ব আপনার খারাপ লাগলে, ভালো না লাগার কারণ গুলো বুঝিয়ে বলতে পারেন। এ বিষয় নিয়ে ঝামেলা করলে সর্ম্পকের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে। এমনকি যাকে নিয়ে সন্দেহ করছিলেন তার দিকে ঝুঁকে পড়াও বিচিত্র নয়।

৫. অনেক সময় দেখা যায় হারিয়ে ফেলার ভয় থেকেও অনেকে প্রেমিক/প্রেমিকাকে চাপে রাখেন। মনে রাখবেন, বেশি শাসন করতে গেলে ভালোবাসার মানুষটিও অশান্তির ভয়ে কথা গোপন করা শুরু করবে। আর তাতে সম্পর্কটার কেবল ক্ষতিই হবে।

৬. নিজে সর্ম্পকের ব্যাপারে আরো সৎ, নিষ্ঠাবান হোন। কাউকে দোষ দেবার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। তারপর রাগ করুন। পরে নয়তো নিজেই অপরাধবোধে ভুগবেন। আগে ভাবুন। হুট করেই সিন্ধান্তে যাবেন না।

৭. কখনো পুরনো কথা নিয়ে অহেতুক টানা হেঁচড়া করতে যাবেন না। যা গিয়েছে তাকে যেতে দিন। কথায় কথায় পুরাতন ঘটনা টেনে এনে সর্ম্পককে হাল্কা করে দেবেন না।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger