যৌনমিলন সম্পন্ন হবার পরপাঁচটি গুরত্বপূর্ন ....


১. যৌনমিলন পরবর্তী সময় যৌনমিলনের পোষ্টমর্টেম করবেন না। অর্থাৎ যৌনমিলনের পর পরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পুর্ন তৃপ্তি পাবেন এমন কোন কথা নয়। আপানার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়। তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন।

২. যৌনমিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ জোগাবে আপানাকে তৃপ্ত করার।

 ৩. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবনতা আছে যৌনমিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা/বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখি পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পুরন করার আগ্রহ জাগে।

৪. যৌনমিলনের পর পর অন্ততঃ পাচ মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন । তার চেয়ে বেশি সময় নিলে আরো ভাল।

৫. যৌনমিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন "আমি তোমায় অনেনননক ভালবাসি"। ওই মুহুর্তের এই কথা গুলোর অর্থ রস অন্য সময়ের বলায় পাবেন না।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger