
কোথায় গুজে দিচ্ছো মেয়ে
সোনার দেহ, সোনা মুখ
কোথায় খুঁজে নিচ্ছো তোমার
নিত্য নতুন চাওয়া সুখ।
সোনার দেহ, সোনা মুখ
কোথায় খুঁজে নিচ্ছো তোমার
নিত্য নতুন চাওয়া সুখ।
কোথায় ফেলে রাখলে তোমার
স্মৃতির পাহাড় সুখের নাম
প্রেমের হাটে নীলাম করা
অশ্রু দিয়ে কেনা দাম।
স্মৃতির পাহাড় সুখের নাম
প্রেমের হাটে নীলাম করা
অশ্রু দিয়ে কেনা দাম।
কোথায় গেলো প্রতিশ্রুতি
শুকনো রুটির বনবাস
স্মুতিগুলো দুঃখ নিয়ে
কাঁদছে যেন বারমাস।
শুকনো রুটির বনবাস
স্মুতিগুলো দুঃখ নিয়ে
কাঁদছে যেন বারমাস।
কোথায় মেয়ে হারিয়ে গেলে
কোন সে অচিন বনে
কি যে ব্যাথা বুকে বাজে
জিজ্ঞাসি কোন জনে।
কোন সে অচিন বনে
কি যে ব্যাথা বুকে বাজে
জিজ্ঞাসি কোন জনে।
জীবন আমার যাচ্ছে কেটে
জীবন নামের ট্রেনে
তবু যদি সুখি হতে
যেতাম যদি জেনে।
জীবন নামের ট্রেনে
তবু যদি সুখি হতে
যেতাম যদি জেনে।