
যদি মিথ্যে বলে থাকি
হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দিও
যদি আমি মিথ্যে করেই বলি তুমি আমার প্রভু
হে স্রষ্টা তুমি আমাকে ক্ষমা করে দিও
আমি যদি বলি পাথরেও ফোটাতে পার তুমি ফুল
ঐ পাথরওতো তোমারই সৃষ্টি
করেছে সৃষ্টি সৃষ্টির কল্যাণে
তুমি আমাকে ক্ষমা করে দিও
যদি বলি পাখিরাও তোমার বৃক্ষরাও তোমার
দেখা না দেখা সকল সৃষ্টির মালিক তুমি
আমার বলা যদি মিথ্যে বলা হয়
তবে আমাকে ক্ষমা করে দিও হে প্রভু
আমার এসব বিশ্বাস যদি মিথ্যে বলে করো মনে
তাহলে আমাকে ক্ষমা করে দিও হে প্রভু
তুমিই শুধু,ক্ষমার মালিক হে আল্লাহ
আমাকে ক্ষমা করে দিও
যদি আমি বলি জীবনের মালিক তুমি
জীবন দাও তুমি জীবনের ইতি ঘটাও তুমি
তুমিই চীরজীবন্ত চিরঞ্জীব আরকিছু নয়
এটা যদি মিথ্যে বলা হয়
হে স্রষ্টা তুমি আমাকে ক্ষমা করেদিও
তুমি, তুমি ,কেবলই তুমি আল্লাহ প্রভু স্রষ্টা
ঈশ্বর ভগবাণ যে যে নামেই ডাকুক
তাদের ক্ষমা করে দিও যদি তা মিথ্যে ডাকা হয়
তুমি আমার প্রেম তুমি আমার ভালবাসা
আমার প্রিয়াকে ভালবাসতে গিয়ে
ভালবাসতে শিখেছি তোমাকে
তার প্রেমের,আরাধনায় জ্বলে জ্বলে
তোমার পবিত্র অদৃশ্য চরণ ছুঁতে
করেছি চেষ্টা নীরবে ফেলে চোখের জল
এটা যদি হয়ে থাকে অপরাধ ,হে আল্লাহ
তুমি আমার চোখের জলকেও করেদিও ক্ষমা
ক্ষমা করে দিও আমার সকল অনুভব
অনুভুতি ইন্দ্রিয়কে
তারাওতো তোমারই সৃষ্টি
তুমি ছাড়া ক্ষমা করার আরতো কেউ নেই
প্রিয়াকে, প্রিয়তমাকে ভালবেসে
জড়িয়ে তারই প্রেমে যদি পেয়ে থাকি
তোমাকে পাওয়ার পথের সন্ধান
এই কথা মিথ্যে হলে আমাকে করেদিও
ক্ষমা হে প্রভু
এটা যদি মিথ্যে বিশ্বাস হয়
তা হলে তুমি আমাকে তোমার সকল করুণায় রেখ বেঁধে।