আমি একদিন সৃষ্টিশীল কেউ হবো
তোমায় নিয়ে যত আক্ষেপ
সব নিজের সৃষ্টিতে রেখাপাত ঘটাবো
তোমায় নিয়ে গল্প লিখবো
কিংবা হয়তোবা কবিতা
নিজের সৃষ্টিতে রেখে দিবো
কস্টগুলো যা আছে সবই তা
রচনা করবো গান
কিংবা বাধবো সুর
দেখবো রঙ্গিন স্বপ্ন
যাবো অচিনপুর
কিংবা গড়বো এক সুবিশাল অট্রালিকা
এই শহরের এক কোণে
কোন এক বৃষ্টি ঝড়া বিকেলে
সেই ছাদে বসে থাকবো
বৃষ্টিতে ভিঝবো
তোমারই স্মৃতি নিয়ে এই বুকে
তুমি হয়তোবা থাকবে এ শহরেরই এক পাশে
তোমার সেই সুখের বাসাটাও চিনে যাবো
প্রতিদিন দেখবে তোমার বাসার সামনে
কে যেনো হেটে যাচ্ছে
বুঝবেনা তুমি
বুঝতেও দিবো না
সেইজন আমি হবো
মাঝে মাঝে দেখবো তোমায়
বারান্দায় এসেছো
খুনসুটি করছো প্রিয় মানুষের সাথে
সেইদিন আমি মাতাল হবো
মাতাল হয়ে সব ভুলে যাবো
মাতাল কি সৃষ্টিশীল হতে পারে?
আমি হবো
শুধুই তোমার জন্য হবো
তোমার জন্য আমি সৃষ্টিশীল হবো
তুমি হলে আমার সুনীলের নীরা
কিংবা জীবনানন্দের বনলতা
সুনীল-জীবনানন্দ আক্ষেপ নিয়ে দুনিয়া ছেড়েছে
আমিও হয়তোবা ছাড়বো
তোমার জন্য আমি সৃষ্টিশীল হবো
শুধুই তোমার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!