সুখরে সুখ বল ,তুই কোথায় থাকিস?
সুখরে সুখ বল, তুই কোথায় আছিস?
বলনা ? কোথায় বা তোর ঠিকানা,,,,,,,
দোহাই লাগে এই প্রশ্নের জবাবটা দেনা।
সারাজীবন ধরে, যেজন সুখে থাকে
তার কাছে আসিসরে তুই,
ভালোবাসিস তাকে।
দুঃখি জনের মাঝে কেন তুই আসিসনা
দুঃখি জনের দুঃখ কি তোর চোখে পড়ে না
দোহাই লাগে এই প্রশ্নের জবাবটা দেনা।
কতদিন ধরে তোরে আমি ডাকি
তোর আশায় অধির হয়ে ,
আমি বসে থাকি।
সুখি জীবন বড় মধুময় সেকি বুঝিস না
আমার দুঃখ কি তোর নজরে পড়ে না
দোহাই লাগে এই প্রশ্নের জবাবটা দেনা.....
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!