সামনে চলার অনেক পথ
সঠিক পথটি চিনতে হয়
এগিয়ে চলার সেই পথটি, ফেলে রাখার নেই সময়।
আমরাইতো সামনের
সুখের ভবিৎষত ,
আমরাইতো খুঁজবো
সুখের সঠিক পথ।
সেই আমরাই যদি বসে থাকি, তা কি করে হয়.......?
তাই এগিয়ে চলার সেই পথটি, ফেলে রাখার নেই সময়।
সঠিক পথটি চিনতে
করি যদি ভুল ,
জীবনে আর কোন দিন
ফুটবে নাতো ফুল।
বল ফুল না ফুটলে জীবনের কি কোন দাম রয়.......?
তাই এগিয়ে চলার সেই পথটি ফেলে রাখার নেই সময়।


একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!