ওয়েব
সাইট ডেভলপ করতে গেলে বিভিন্ন ধরনের ফর্ম প্রয়োজন হয় যেমন কন্ট্রাক্ট
ফর্ম, রেজিসট্রেশন ফর্ম, অর্ডার ফর্ম, মেম্বারশিপ ফর্ম ইত্যাদি। ভাল মত
আকর্ষণীয় একটি ফর্ম যদি PHP তে বানাতে যান অনেক সময় লাগবে সাথে PHP তে তো
এক্সপার্ট হওয়া লাগবেই। কিন্তু অনলাইনে খুব সহজেই ড্রাগ অ্যান্ড ড্রপের
মাধ্যমেই খুব সহজেই এই ধরনের ফর্ম বানানো যায় খুব সহজেই।
নীচের সাইট গুলোতে রেজিসট্রেশন করে আপনি খুব সহজেই যে কোন ধরনের ফর্ম বানাতে পারবেন।
১.123ContactForm
২.Wufoo
৩.JotForm
৪.Zoho
এই সাইট
গুলোর মাধ্যমে যেকোন ফর্ম বানালে সেই ফরমে তাদের ক্রেডিট লিঙ্ক থাকবে এবং
কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমনঃ একটি ID দিয়ে বেশি ফর্ম বানানো যাবে না,
ক্রেডিট লিঙ্ক থাকবে ইত্যাদি…
এই সব সীমাবদ্ধতা দূর করতে হলে ওই সাইটের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে।





একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!