জীবনে চলার পথে আসে কত মানুষ
যায় না গোনা তাদের সুখ-দুঃখের ফানুস
চেনা-জানা মুখের আদল অচেনার সারি
কান্না-হাসি-বেদনার বহুরূপীর বাড়ি
তারই মাঝে কিছু মানুষ থাকে স্মৃতিতে
সুখস্মৃতি-দুখস্মৃতি হরেক রীতিতে
ছোট-ছোট পুঁথি দিয়ে মালা গেঁথে যাই
জীবনে চলার পথে সুখ খুঁজে পাই
আকঁা-বাকা পথ চলা জীবনগাথঁায়
যায় না ভোলা তাদের বুকের ব্যথায়...!
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!