আগামীকাল পরীক্ষার রেজাল্ট দেয়া হবে , কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে পারেন অথবা JSC,SSC ও HSC পুরনো ফলাফল গুলো আবারো চেক করে নিতে পারেন ।
রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন
বক্সে বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করুন এবং ফলাফল জানুন ।
বক্সটি আসতে বা ফলাফল দেখতে সমস্যা হলে পেজ রিলোড করবেন ।
এসচএসসি ফলাফল প্রকাশ করা হবে বেলা ২ টায়, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাউন হয়ে গেলেও বিশেষ পদ্ধতিতে এখান থেকেই এসএসসি ফলাফল পাবেন ।
PDF TOTAL RESULT:
এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...
- 1. এখানে ক্লিক করুন, ডাউনলোড করুন আপনার কলেজের EIIN নাম্বার।
- 2. ডাউনলোড করে ফাইলটি খুলে দেখে নিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN NUMBER টি .
- 3. এবার এখানে ক্লিক করুন। ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
com103294@educationboard.gov.bd
এখানে, COM = আপনার বোর্ড ,
103294 = আপনার কলেজের EIIN NUMBER টি,
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 103294 ]
- 4. লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে।
- 5. ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।
এসএমএস এর মাধ্যমে আপনার এইসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন :
- প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান ।
- নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান ।
- প্রথমে HSC লিখুন এবং একটি স্পেস দিন ।
- তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
- Dhaka: DHA
- Madrasah: MAD বা ALIM
- Comilla: COM
- Chittagong: CHI
- Jessore: JES
- Rajshahi: RAJ
- Dinajpur: DIN
- Barisal: BAR
- and Sylhet: SYL
- এরপরে, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
- এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
- এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ ।
- উদাহরণ...
HSC COM 123456 2012
HSC RAJ 123456 2012
HSC CHI 123456 2012
HSC JES 123456 2012
HSC SYL 123456 2012
HSC BAR 123456 2012
HSC DIN 123456 2012
আপনি যদি আলীম পরীক্ষার্থী হন, তাহলে ALIM লিখুন HSC এর জায়গায়।
আপনি যদি ভকেশনাল পরীক্ষার্থী, তাহলে TECH লিখুন HSC এর জায়গায।
অন্যান্য সব একই রকম হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!