শুধুমাত্র ডায়েটের মাধ্যমেই কি ওজন কমানো সম্ভব হয়? কিংবা কিছু পছন্দের খাবার নিজের খাবারের তালিকা থেকে বাদ দিলেই কি আপনি পাবেন ভুঁড়ি ও মেদবিহীন সমতল পেট? মোটেই নয়। সমতল, সুন্দর পেটের জন্য আপনাকে করতে হবে কিছু ব্যায়াম। এই ব্যায়ামগুলো এক সেটের। প্রতি সেটে ৪ টি ব্যায়াম। যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে খুব দ্রুতই নিজের পেটের মেদের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। তাই অবহেলা না করে আজ থেকেই এই ব্যায়ামগুলো করা শুরু করে দিন। চলুন তবে শিখে নেয়া যাক এই ৪ টি ব্যায়াম।
দুই হাতে দুটি ৮-১০ পাউন্ডের ডাম্বেল নিন। এবার একেবারে হাত সোজা করে দাঁড়ান (A)। এবার পিঠ সোজা রেখে শুধু কোমর বাকা করে চেয়ারে বসার মতো শারীরিক ভঙ্গিমায় আসুন (B)। এবার দ্রুত আবার সোজা হয়ে দাঁড়ান। এভাবে ১০ বার উঠা বসা করুন।


ডান পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ান এবং বাম পা পেছনে রাখুন। দু হাত দিয়ে একটি ডাম্বেল বুকের কাছে ধরুন (A)। এবার ডান পাটি ৯০ ডিগ্রি এঙ্গেল করে সামনে ঝুঁকে বসুন। বাম হাঁটু মেঝেতে রাখবেন না। এভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন (B)। আবার সোজা হয়ে উঠার চেষ্টা করুন। এভাবে ১০ বার করুন। পায়ের পজিশন পরিবর্তন করে ওপর সাইডেও একইভাবে ১০ বার করুন।

দুই পায়ে ভোর দিয়ে হাঁটু সামান্য বাকা করে দাঁড়ান। এবার পিঠ সোজা রেখে কোমর বাকা করে দাঁড়ান। দুই হাতে দুটো ডাম্বেল নিয়ে হাত নিচের দিকে রাখুন সোজা করে (A)। এবার হাত ও কুনুই বাঁকা করে ডাম্বেল বুকের কাছে নিন (B)। আবার আগের পজিশনে আসুন। এভাবে ১০ বার করুন।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!