আজকে ফেইসবুক নিয়ে একটু আলোচনা করবো।এই ফেইসবুক অ্যাকাউন্ট যদি নিরাপত্তার জন্য হ্যাক হয়ে যায় তাহলে তো বাপারতা অনেকে খারাপ হয়ে যায়। আজকে ফেইসবুক অ্যাকাউন্ট এর একটা নিরাপত্তা ফিচার নিয়ে আলোচনা করবো। আজকের বিষয় কি করে Login Notifications অন করাতে হয়। এই ফিচার টি অন করলে কেউ যদি আপনার অজান্তে আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর জেনে অন্য কোন ডিভাইস থেকে লগিন করার চেষ্টা করে তাহলে আপনার মোবাইল এ বা ইমেইল এ মেসেজ চলে আসবে।
কি করে login Notifications অন করতে হয়। প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এ লগিন করে মেনু থেকে সেটিং এ ক্লিক করুন নিছের ছবিতে দেখানো পথে।
এখন নিছের ছবির মতো Security মেনুতে ক্লিক করুন।
এখন Login
Notifications মেনুতে ক্লিক করুন।
এখন এখানে দুটি অপশন আছে। আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। অথবা দুটি সিলেক্ট করতে পারেন।
Email সিলেক্ট করলে আপনার ইমেইল এ মেসেজ আসবে আর
Text message সিলেক্ট করলে আপনার মোবাইল মেসেজ আসবে।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!