আমাদের অনেক ক্ষেত্রে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে ইমেজ এর সাইজ কমাতে
হয়।অনেকেই এর জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে হয়। আজ দেখাবো কি করে এই
কাজটা এক্সট্রা কোন সফটওয়্যার ছাড়া করা যায়। আমরা যারা কম্পিউটার ব্যবহার
করি তারা সবাই MS Office সম্পর্কে জানেনা এমন কেউ আছে বলে আমার জানা নাই।
তবে থাক্তেও পারে। সেক্ষেত্রে আলাদা কথা। এই ms office দিয়েই এই কাজটা করা
জাই। যাহোক কাজের কথায় আশা যাক। প্রথমে আপনি যে ইমেজ এর সাইজ কমাতে চান ঐ
ইমেজ এর উপর মাউস রেখে রাইট বাটন কিলিক করুণ নিছের ছবির মতো।

এবং ছবিতে দেখানো মতো ক্লিক করুণ। এরপর নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন যেখানে ক্লিক করা আছে ওইখানে ক্লিক করুণ।

এবার নিছের ছবির মতো অপশন আসবে। আপনি যেকোনো একটা অপশন এ টিক মেরে ওকে ক্লিক করুণ। দেখবেন আপনার ছবি র সাইজ কমে গেছে। এবার সেভ করে ব্যবহার করুণ আপনার ইচ্ছা মতো।

(সংগৃহীত)

এবং ছবিতে দেখানো মতো ক্লিক করুণ। এরপর নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন যেখানে ক্লিক করা আছে ওইখানে ক্লিক করুণ।

এবার নিছের ছবির মতো অপশন আসবে। আপনি যেকোনো একটা অপশন এ টিক মেরে ওকে ক্লিক করুণ। দেখবেন আপনার ছবি র সাইজ কমে গেছে। এবার সেভ করে ব্যবহার করুণ আপনার ইচ্ছা মতো।

(সংগৃহীত)
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!