আমরা
যারা পিসি ব্যবহার করি অনেকেরি এ Problem হয়ই। পিসি বন্ধ হতে একটু বেশি
সমই নেই। হইত খুব খুব জরুরি কাজ পরে গেছে কিন্তু পিসি Shut down হতে বেশি
সমই নিচ্ছে। তখন মেজাজ কেমন হয়ই শুধু সেই জানে যে এই ঝামেলাই পরে। সামান্য
একটা কাজ করলে এ সমস্যা থেকে কিছুতা হলেও রেহাই পাওয়া জেতে পারে। তো কাজের
কথাই আশা যাক। এর জন্য জা জা করতে হবে নিছে লেখা আছে।
প্রথমে আপনার পিসির Run option এ জান এবং টাইপ করে regedit এবং এন্টার প্রেস করুন।
এরপর
HKEY_LOCAL_MACHINE > SYSTEM > ContronSet001 > Control > Session Manager > Memory Management > ClearPageAtShutdown এ জান এবং এর ভালু ০ করে দিন।
সব শেষে আপনার পিসি Restart দিন।
এরপর
HKEY_LOCAL_MACHINE > SYSTEM > ContronSet001 > Control > Session Manager > Memory Management > ClearPageAtShutdown এ জান এবং এর ভালু ০ করে দিন।
সব শেষে আপনার পিসি Restart দিন।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!