আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS BLOCKQUOTE আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর



আমি আপনাদের জন্য দারুন একটি  CSS  Blockquote নিয়ে এলাম এটি আমি একটি ইংলিশ সাইট থেকে পেয়েছি আর আমার খুব পছন্দ হল তাই আপনাদের জন্য পোস্ট করতে বসেগেলাম । আশাকরি আপনাদের পছন্দ হবে ।  Blockquote ব্যবহার করার ফলে আপনি আপনার ব্লগে যখুনি কোন HTML বা CSS কোড পোস্ট করবেন সেই কোড গুল কে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারবেন । 

  • কিভাবে ব্লগে যুক্ত করবেন নীচের টিপস লক্ষ করুন :)
  1. ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit html এ ক্লিক করুন । 
  2. এবার Ctrl + F প্রেস করে নীচের কোড টি খুজেবের করুন । 
 ]]></b:skin>
  • এবার উপরে কোডটি খুজে পেলে তার ঠিক উপরে বা আগে নীচের CSS কোডটি কপি করে পেস্ট করুন ।

.post blockquote {  margin:15px 30px;  font:italic normal 14px/1.4 Georgia,Serif;  height:0;  padding:0 0;  background-color:#0066B3;  border:10px solid #80C8FE;  border-left-color:#00477D;  border-right-color:#00477D;  -webkit-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);  -moz-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);  box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);  overflow:auto;  -webkit-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;  -moz-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;  -ms-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;  -o-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;  transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;}.post blockquote:hover {  padding:10px 15px;  background-color:#BFE3FE;  border:5px solid #00477D;  height:350px;}

অথবা নিচের কোড গুলো

.post blockquote {
  margin:15px 30px;
  font:italic normal 14px/1.4 Georgia,Serif;
  height:0;
  padding:0 0;
  background-color:#0066B3;
  border:10px solid #80C8FE;
  border-left-color:#00477D;
  border-right-color:#00477D;
  -webkit-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  -moz-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  overflow:auto;
  -webkit-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -moz-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -ms-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -o-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
}
.post blockquote:hover {
  padding:10px 15px;
  background-color:#BFE3FE;
  border:5px solid #00477D;
  height:350px;
}

এবার Save template এ ক্লিক করে সেভ করে নিন ।
  • কিভাবে ব্যবহার করবেন ? নীচে দেখুন ।। 
  • এবার কোন কিছু পোস্ট করার সময় এটা ব্যবহার করবেন তখুন যে কোড গুলকে এই বক্স এর মধ্যে রাখতে চান সেগুল কে সিলেক্ট করে Quote এ ক্লিক করুন । নীচে চিত্রে দেখুন । 

  • তাহলে এবার উপভোগ করুন নতুন স্টাইল এর  CSS  Blockquote  এর । ভাল থাকবেন সুস্থ থাকবেন । ভাল লাগলে কমেন্ট করে জানাবেন ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger