আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে

আজকে আমি আপনাদের দেখাবো কিভবে আপনি আপনার ব্লগার ব্লগে কোন HTML কোড পোস্ট করার সময় একটু আলাদা ভাবে পোস্ট করবেন । এই কাজ টি করার জন্য নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।


.tgbox {overflow:auto;width:auto;height:auto;font-family: “Georgia”, “Verdana”, Courier, mono, serif;color:#848176;margin : 15px 35px 15px 15px;padding : 10px 10px 10px 35px;clear : both;list-style-type : none;background : #ffc0cb url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx44QO7W6kL5Glql4lR8ZHrqqjP3vw9CpRPsbuhmh8Aww2zNS8_u8w8vFCwNzFQj3rJxq32pnfgKaxONHr7InOzIYiU39HNNZkxJ4JCSXmnZYv5DhCqYDGCrP7HFInp7iHzigDoWuprAw/s1600/Untitled-1.png) repeat-y top left;border : 1px solid #000000;}.tgbox:hover{background : #ffc0cb url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSwOMEWDPE8XvkJXlA2iVt6eHO2GssngqRrpMM3DrPSFPHYB86qsn4QkMclZHUqeer3LWDSXMArvWsABmEGRdLKcpJEZKNhoEMs_AdwTewFpxx4O3tnaxcCnoHQxPh63IiIbPUua57-g/s1600/bkb.png) repeat-y top left;color:#FEF9BF;border : 1px solid #000;}

১) প্রথমে আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন , এবার যে বক্সে ওপেন হবে তাতে মউস দিয়ে একবার ক্লিক করুন এবার Ctrl + F চাপুন । 

২) উপরের চিত্রে দেখুন লাল ঘরে যে সার্চ বক্স আছে সেখানে ]]></b:skin> এই কোড টি খুজেবের করুন তারপর নীচের কোডটি ]]></b:skin>  ঠিক এর উপরে বসান তারপর Save এ ক্লিক করুন । 


****—কোড পেতে নীচে যান —****
.tgbox {
overflow:auto;width:auto;height:auto;
font-family: “Georgia”, “Verdana”, Courier, mono, serif;
color:#848176;
margin : 15px 35px 15px 15px;
padding : 10px 10px 10px 35px;
clear : both;
list-style-type : none;
background : #ffc0cb url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx44QO7W6kL5Glql4lR8ZHrqqjP3vw9CpRPsbuhmh8Aww2zNS8_u8w8vFCwNzFQj3rJxq32pnfgKaxONHr7InOzIYiU39HNNZkxJ4JCSXmnZYv5DhCqYDGCrP7HFInp7iHzigDoWuprAw/s1600/Untitled-1.png) repeat-y top left;
border : 1px solid #000000;
}
.tgbox:hover{
background : #ffc0cb url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSwOMEWDPE8XvkJXlA2iVt6eHO2GssngqRrpMM3DrPSFPHYB86qsn4QkMclZHUqeer3LWDSXMArvWsABmEGRdLKcpJEZKNhoEMs_AdwTewFpxx4O3tnaxcCnoHQxPh63IiIbPUua57-g/s1600/bkb.png) repeat-y top left;
color:#FEF9BF;
border : 1px solid #000;
}


* এবার যখন কোন HTML কোড পোস্ট করবেন তখুন আপনার পোস্ট বক্সের বাম পাশে HTML এ ক্লিক করে এই কোড টি পেস্ট করুন    <div>Your text here</div>  এবার লাল রঙের Your text here টিকে মুছে আপনার HTML কোড বসিয়ে দিন । 
তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লা হাফেজ ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger