কিভাবে আপনার ফেসবুক আইডির ব্যাকআপ নিবেন?

আমাদের প্রায় সবারই ফেসবুক আকাউন্ট রয়েছে এবং আমরা কেউই চাই না আমাদের ফেসবুক আকাউন্টটি হারাতে। অনেক সময় দেখা যায় অজানা কারনে আমাদের প্রিয় আকাউন্ট হ্যাক বা সাসপেন্ড হয়ে যায়। আর যদি আপনার আইডিটি সাসপেন্ড বা এমন কিছু হয় তবে আপনি আপনার আইডিতে থাকা সব কিছুই হারাবেন। আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আইডি চলে গেলেও আপনি আপনার ফেসবুকে বিভিন্ন কনটেন্ট ফিরে পেতে পারেন। তবে শুরুতেই বলে রাখা ভালো এই পদ্ধতিতে আপনি আপনার আইডির স্ট্যাটাস, ছবি, ভিডিও ও আকাউন্ট ডিটেলস ঠিকই ফিরে পাবেন তবে আপনার আগের ফচেবুক আইডিটি ফিরে পাবেন না।

ব্যাকআপ করলে আপনি কি কি পাবেন?

  • Contact Info
  • Wall
  • Photos
  • Synced Photos
  • Videos
  • Friends
  • Messages
  • Pokes
  • Events
  • Settings
  • Security
  • Ads
  • Private Notes
  • Mobile Devices

কিভাবে ব্যাকআপ করবেন?

  • প্রথমেই আপনার ফেসবুক আইডিতে লগিন করুন।
  • ড্রপডাউন মেন্যু থেকে সেটিংস ট্যাবে ক্লিক করুন।
  • "Download a copy" বাটনে ক্লিক করুন।
  • "Start My Archive" বাটনে প্রেস করুন তাহলে ফেসবুক আপনার প্রোফাইলের আর্কাইভ তৈরি করা শুরু করে দেবে। আর্কাইভ তৈরি হতে কয়েক ঘণ্টা বা সর্বচ্চ ২৪ ঘণ্টা সময় নিতে পারে।
  • এবার আপনার ইমেইল এড্রেসে একটি মেইল যাবে। বলা হবে "আর্কাইভ" সম্পন্ন হলে আপনাকে ডাউনলোড লিঙ্ক ইমেইল করা হবে।
  • আর্কাইভ সম্পন্ন হলে নিচের মত আরেকটি মেইল পাবেন। মেইলে দেওয়া লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
  • এবার ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন। নিচের মত একটি ফোল্ডার পাবেন।
  • আনজিপ করা হয়ে গেলে ফোল্ডারটির ভেতরে থাকা "index.htm" ফাইলটি একটি ব্রাউজার দিয়ে ওপেন করুন।
  • ব্যাস!! তাহলেই আপনি আপনার ফেসবুকে ব্যাকআপ পেয়ে গেলেন!

  • (সংগৃহীত)
    Share this article :

    একটি মন্তব্য পোস্ট করুন

    :-?

    আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

     
    Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
    Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
    Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
    Proudly powered by Blogger