আপনার ব্লগার ব্লগের কমেন্ট বক্স এর উপরে যুক্ত করে নিন Smiley বক্স ।


আশাকরি জিনিস টি খুব পছন্দ হল । আর হবেই না বা ক্যান জিনসটি সত্যি খুব সুন্দর । তাহলে আর দেরি না করে এটা আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন তা দেখে নিন ।

১) আপনার ব্লগ লগ অন করুন । তারপর  Backup নিয়ে নিন, কারন কাজ টি করতে গিয়ে কোন ভুল করলে জাতে আপনি আগের রূপে যেতে পারেন ।  

২) ড্যাশবোর্ড থেকে Edit Html এ ক্লিক করুন ।

৩) এবার Ctlr+F চেপে ]]></b:skin> খুজুন ।

৪) এবার ]]></b:skin> এর আগে বা উপরে নীচের কোড টি কপি করে পেস্ট করুন ।



/*Widget By www.bloggerspice.com*/

.BSemoWrap {

  background-color:#fff;

  width: Auto;

  border:2px solid#000000;border-radius:5px; -moz-border-radius:5px; -webkit-border-radius:5px;

  padding:10px 14px;

  color:black;

  font:bold 12px Tahoma,Arial,Sans-Serif;

  text-align:center;

}

img.emo, input.BSemoKey {

  display:inline-block; /* Penting! */

  *display:inline;

  vertical-align:middle;

}

input.BSemoKey {

  border:1px solid #ccc;

  background-color:white;

  font:bold 11px Arial,Sans-Serif;

  padding:1px 2px;


৫) এবার একি ভাবে </head> এটি কে খুজে বের করুন এবং </head> এর আগে বা উপরে নীচের কোড টি কপি করে পেস্ট করুন ।



  <script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>    <script type='text/javascript'>
    //<![CDATA[
    var emoRange = "#comments p, div.BSemoWrap",
        putEmoAbove = "iframe#comment-editor",
        emoMessage = "To insert emoticon you must added at least one space before the code.";
    //]]>
    </script>
    <script src=' http://bloggerspicebd.googlecode.com/files/BSEmoticons.www.bloggerspice.com.js' type='text/javascript'/>



নোট : <script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/> এটা যদি আগে থেকে আপনার ব্লগে যুক্ত থাকে তাহলে যুক্ত করার দরকার নাই ওই লাইন টি বাদ দিয়ে বাকি কোড টুকু ব্যবহার করুন ।

৬) ব্যাস এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । আশাকরি কাজটি করতে এবং বুজত কোন সমস্যা হল না আর যদি কোন প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানান আমি সম্পূর্ণ চেষ্টা করবো হেল্প করার ।

* তাহলে আজকের মতো এই পর্যন্ত । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।  
Share this article :

+ comments + 1 comments

নামহীন
১৮ সেপ্টেম্বর, ২০১৫ এ ১২:০২ PM

x-)

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger