যাদের ফেসবুক পেজ আছে..... তারা ফেইসবুক পেজ থেকে অব্যবহারযোগ্য খারাপ শব্দ ব্লক করুন।

আজকাল Facebook পেজ গুলিতে নানা ধরনের বাজে আলাপন চলে। এমনকি আপনার সোস্যাল পেজটিতেও টিউমেন্টে মানুষ গালাগালি করতে পারে!
কিছু কিছু ব্যবহারকারী আছে যারা এইসব ব্যাপার গুলি খুব এঞ্জয় করে আর এতে আপনার Facebook পেজের রেপুটেশন (Reputation) নষ্ট হয়। তারা আপনার খুবই দরকারী আর জনপ্রিয়
Facebook পেজে স্প্যাম করতে পারে। শখ করে যারা Facebook পেজ খুলেছেন বা ব্যবহার করছেন অথবা একটা পেজের অ্যাডমিন আছেন, তাহলে জেনে নিন কিভাবে অব্যবহারযোগ্য শব্দাবলী ব্লক করবেন।
☞ যা যা লাগবে :
1. ইন্টারনেট কানেকশন লাগবে।
2. যেই পেইজে শব্দ ব্লক করবেন, সেই ফেইসবুক পেইজের এডমিন হতে হবে।
একটা কথা জানিয়ে রাখি, এটা কোন ট্রিক না। Facebook পেজ এর অ্যাডমিন প্যানেলে দেয়া কাস্টমাইজ অপশন থেকে এটা করা যায়। কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরা এটা জানেন না।
প্রথমে আপনার Facebook পেজটিতে যান।

এবার Edit Page ক্লিক করুন। অতঃপর ড্রপডাউন মেনু হতে Edit Settings ক্লিক করুন। সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এখন Settings ট্যাবে যান এবং Page Moderation অপশন এর অপর দিকে Edit লিংকে ক্লিক করুন। লোড হলে ইনপুট বক্সে যাবতীয় শব্দ যা আপনি ব্লক করতে চান তা কমা (,) দিয়ে দিয়ে লিখুন।
যেমন – S*X, BI*CH, F*CK, X*X ইত্যাদি। অতঃপর Save Changes বাটনে ক্লিক করুন এবং বের হয়ে আসুন। এখন চেষ্টা করে দেখুনতো সেই শব্দ কেউ টিউনে বা টিউমেন্টে লিখতে পারেন কিনা!
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger