বাসর রাতে স্ত্রী তার স্বামির কাছে কি কি আশা করে?

বিয়ের পর প্রথম রাতটিই যেকোনো দম্পতির জীবনের সেরা মূহুর্ত৷ বিয়ের পর নবজীবনে পা রেখে একে অপরের সঙ্গে কাটানো প্রথম রাত হল এটি। আর বিয়ের প্রাকাল্লে এই রাত নিয়েই প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের স্বপ্ন দেখেন৷ কিন্তু আপনার সামান্য কিছু ভুলের কারণেই এই রাত সুখকর নাও হতে পারে৷ তাই বিয়ের পর এই রাতের জন্য চাই পুরুষদের বিশেষ প্রস্তুতি৷ 
- বিয়ের জন্য প্রত্যেক পুরুষকেই মানসিক ভাবে প্রস্তুত হতে নিতে হবে৷ বিয়ের পর জীবনের আমূল পরিবর্তন ঘটে৷ সে কারণেই অনেক পুরুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন৷ কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষই বেশি পছন্দ করেন৷ তাই বিয়ের আগের থেকেই নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন৷ সেই সঙ্গে বিয়ে নিয়ে অহেতুক ভীতিও মন থেকে মুছে ফেলুন৷ 
- নারীরা সুঠাম দেহের পুরুষই বেশি পছন্দ করেন৷ বিয়ের আগে আপনার স্ত্রী যখন আপনার প্রেমিকা ছিলেন তখন হয়ত আপনাকে আনেকবারই ভুঁড়ি বা মেদ ঝড়াতে বলেছেন৷ তখন তার কথা না শুনলেও বিয়ের আগে তার সেই কথা গুলো মেনে নিন৷ সঠিক ব্যায়াম ডায়েট মেনে চলুন৷ 
- বিয়ের আগে অবশ্যই প্রয়োজন ঠিকঠাক গ্রুমিংয়ের৷ যতদিন প্রেম করেছেন সেটা জীবনের আলাদা অধ্যায়৷ এবার আপনি বিয়ে করতে চলেছেন মশাই, বিয়ের সময়ে বৌয়ের পাশাপাশি আপনিও সমান আকর্ষণীয়৷ সে কারণেই ঠিকঠিক চুলের ছাঁট, ত্বকের যত্ন ও শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দিন৷ বিয়ের রাতে সুগন্ধি ব্যবহার করতে একেবারেই ভুলবেন না৷
 - জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু পুরুষদেরই মাথায় রাখতে হয়৷ কারণ বিয়ের প্রথম রাতে অন্তত এই বিষয়ে স্ত্রীর উপর নির্ভর করবেন না৷ জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করবেন সেটি প্রথম রাতে আপনাকেই বেছে নিতে হবে৷ কারণ, ওই দিনে আপনিই একমাত্র যিনি নিজের মত করে বিষয়টি সামলে নিতে পারেন৷ 
- বিয়ের প্রথম রাতে হয়ত অনেক নারীই শারীরিক মিলনের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে পারেননা৷ প্রেম বিবাহের ক্ষেত্রে এই বিষয়টি সহজ হলেও সম্বন্ধ দেখে বিয়ের ক্ষেত্রে নারীদের কাছে এই অনেকসময় সমস্যা হতে পারে৷ সেকারণেই এই বিষয়ে নারীরা মনে মনে তার স্বামী সহযোগিতা আশা করেন৷ তাই বিয়ের প্রথম রাতেই স্ত্রীর উপর জোর ফলাবেন না৷ তাকে মানসিক ভাবে সাহায্য করুন৷ কারণ প্রথম রাতেই জোর করে শারীরিক মিলনে লিপ্ত হলে এর পরের গোটা জীবন স্বাভাবিক নাও হতে পারে৷
 - বিয়ের প্রথম রাতের অভিজ্ঞতাই কিন্তু আপনার গোটা দাম্পত্য জীবন সুখেো কাটানোর মূল চাবিকাঠি৷ আর একটা কথা সব পুরুষরাই মানেন স্ত্রীকে খুশি রাখতে না পারলে জীবন সুখের হওয়া সম্ভব নয়৷ সে কারণেই স্ত্রী জন্য আগে থেকেই একটা উপহার কিনে রাখুন৷ আর এটি অবশ্যই বিয়ের প্রথম রাতেই স্ত্রী হাতে তুলে দেবেন৷ এক্ষেত্রে কম দামি জিনিস দিচ্ছেন সেটা মূল বিষয় নয়৷ উপহারের সঙ্গে আপনার ভালবাসা কতটা মিশে রয়েছে সেটাই আসল৷ নতুন জীবনের শুরুতেই আপনার এই ভালবাসার উপহারে মুগ্ধ হবেন আপনার স্ত্রী৷
Share this article :

+ comments + 1 comments

১ জুলাই, ২০১৭ এ ২:৩৯ AM

পোস্ট টা খুব ভাল লাগলো

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger