আজ আমি আপনাদের সাথে একটি অসাম জিনিষ শেয়ার করব আমি জানি সবাই চান নিজের ব্লগ বা সাইট টি কতজন ভিজিট করলো তা নিজে জানতে ও অন্যকে জানাতে! তাই আজ আমি আপনাদের সাথে এটি শেয়ার করবো। এটা দিয়ে আপনি খুব সহজে জানতে পারবেন যে এই মুহূর্তে আপনার সাইটে কোন দেশের কথন লোক ভিজিট করছে এবং মোট কতজন ভিজিটর আপনার সাইট টি ভিজিট করলো!আমি অনেক সাইটে এটা দেখেছি আপনি চাইলে এখন এই অসাধারন gadget টি আপনার সাইটে এড করতে পারেন।
তাহলে চলুন আর কথা না বলে মূল কাজে চলে যাই-
১. প্রথমে এখানে ক্লিক করে সাইটটিতে যান এবং প্রয়োজনীয় উপাত্ত দিয়ে ফ্রী সাইনআপ করুন এবং একাউন্ট টি কনফার্ম করুন।
২. তারপর Create a Counter এ ক্লিক করুন;
৩. এবার চয়েস করুন থীম,কাউন্টার নাম এবং টাইম জোন।
৪. এবার সেভ করুন।
৫. এখন আপনি কাউন্টার কোড পাবেন,এই কোড টি কপি করুন যা আপনার সাইটে লাগবে।
৬. এবার আপনার ব্লগার ব্লগে সাইন ইন করুন।
৭. এবার যান Design > Layout > Add a Gadget > HTML/JavaScript>এবং এখানে আগে পাওয়া কোড টি পেস্ট করুন এবং সেভ করুন।
৮. আপনার কাজ শেষ এখন আপনার সাইট টি ভিজিট করুন এবং দেখুন…।