ছেলেরা সব কথা মুখে বলা পছন্দ করে না। তারা চায় কিছু কথা যেন তার প্রিয়সঙ্গিনী বা প্রেমিকা না বললেই বুঝতে পারে। আশ্চর্যের বিষয় হলেও এমনটাই সত্যি। বিশেষ করে ২৫ বছর বয়সী তরুণ ছেলেরা নিজেদের প্রেমিকার বেলায় কিছু কথা নিজেদের মধ্যে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাঠক, ভাবছেন কি সেই কথা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ছেলেদের সেই সব গোপন কথা।
‘প্রেমিক পুরুষ বা বয়ফ্রেন্ডের’ সিল
মেয়েদের তুলনায় ছেলেরা বেশি রোমান্টিক হয়। ছেলেরা ঠকবাজ কিংবা ছলাকলা করে এমনটাই ধারণা করে বেশিরভাগ মেয়েরা। কিন্তু না! এমন ধারণার বিপরীতে বরং তারা প্রেমিকার ভালবাসায় বাঁচতেও চায়। তারা নিজের প্রেমিকার প্রেমিক পুরুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করে।
প্রেমিকার প্রতিজ্ঞা
সব ছেলেরাই কাপুরুষ নন, যারা কিনা প্রেমিকার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পান। যখন একটি ছেলে কোনো মেয়েকে তার মন দেয় তখন সে চায় মেয়েটিও যেন তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ থাকে।
প্রেমিকা যেন তাকে ছেড়ে না দেয়। আর যদি ছেড়ে দেওয়ার চিন্তা থাকে তাহলে সরাসরি বলে দেওয়াই পছন্দ করে। এতে কাউকেই হয়রানিতে পড়তে হয় না।
তার বন্ধুদের স্বীকৃতি
কাছের বন্ধুদের কাছ থেকে প্রেমিকার স্বীকৃতি ছেলেদের কাছে যেন একটা বড় ব্যাপার। ছেলেরা নতুন প্রেম করলেই তার বন্ধুদের সঙ্গে প্রেমিকার পরিচয় করিয়ে দেয় এবং মনে মনে আশা করে বন্ধুরা যেন তার প্রেমিকাকে গ্রিন সিগন্যাল দেয়। আর প্রেমিকাও যেন তার বন্ধুদের আপন বন্ধু মনে করে প্রাধান্য দেয়।
বন্ধুদের সঙ্গে প্রেমিকার কম মেলামেশা
প্রেমিক কখনই চান না, তার প্রেমিকা তাকে বাদ দিয়ে নিজের বন্ধুদের বেশি সময় দেন। হয়ত অনেক প্রেমিকার পক্ষেই এটা মেনে নেওয়া কষ্টকর, তারপরও ভালবাসার খাতিরে এমনটা করতে হয়। মুখে না বললেও পৃথিবীর সব প্রেমিক পুরুষই চান তার প্রেমিকার অন্তর ও বাহিরজুড়ে শুধু তারই অস্তিত্ব বিরাজ করুক।
প্রেমিকাকে হারানোর ভয়
পত্র-পত্রিকায় আমরা প্রায়ই ছেলেদের আকর্ষণ পাওয়ার জন্য কিংবা ধরে রাখার জন্য বিভিন্ন নির্দেশনামূলক রিপোর্ট দেখতে পাই। কিন্তু একজন ছেলে যদি কাউকে পছন্দ করে তাহলে এগুলোর প্রয়োজন হয় না। বরং ছেলেরাই তার প্রেমিকাকে হারানোর আশঙ্কায় ভুগে। আপনি শুধু তার প্রেমিকা হয়ে দেখুন, সে তাতেই খুশি।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!