কিছু আকর্ষনীয়, প্রয়োজনীয় ও সংক্ষিপ্ত বাংলা অ্যান্ড্রয়েড এপ্লিকেশন.................


১. প্রাথমিক চিকিত্সার বাক্স:


আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোট বড় অনেক দুর্ঘটনায় পড়ি। দুর্ঘটনায় পরে অনেক সময় আমরা ঠিক খুঁজে পাই না কি করতে হবে বা ওই সময়টাতে কি করা উচিত । অনেক সময় দেখা যায় অনেক ছোট দুর্ঘটনায় একটু ভুলের কারণে অনেক বড় মাশুল দিতে হয়। অনেক সময় আমাদের হাত কেটে যায়, পুড়ে যায়, পোকা কামড়ায়, অনেকে পানিতে পরে যায় আবার অনেকের সামান্য সর্দি কাশি হয়। এসব সমস্যায় পড়লে তাত্ক্ষণিক কি করে উচিত তা হয়ত আমরা অনেকেই জানি আবার অনেকের জানা থাকলেও হয়ত ভুলে গেছি। দৈনন্দিন এইসব সমস্যার সমাধানে একটি চমত্কার বাংলা অ্যান্ড্রয়েড এপ্লিকেশন "প্রাথমিক চিকিত্সার বাক্স". ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "প্রাথমিক চিকিত্সার বাক্স"।
২. 100 Must Know English Words (১০০ টি অতি প্রয়োজনীয় ইংরেজী শব্দ):


ইংরেজী যে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় তা হয়ত কারো অজানা নয়। চাকরি ক্ষেত্র থেকে শুরু করে, পড়াশুনায়, উচ্চ শিক্ষায় ও দৈনন্দিন জীবনে এর গুরুত্ব অপরিসীম। অনেকে চাকরি ক্ষেত্রে ভালো  ইংরেজী বলতে না পারায় ও বিদেশী ক্লায়েন্টদের সাথে ভালভাবে কথা বলতে না পারায় অনেক পিছিয়ে পরেন। অনেকে বিদেশে গিয়ে ভালো চাকরি খুঁজে পান না। আমার এই  অ্যান্ড্রয়েড এপ্লিকেশন যদিও আপনাকে ইংরেজী পুরোটা শেখাবে না কিন্তু এই এপ্লিকেশনতিতে ১০০ টি খুব প্রয়োজনীয় ইংরেজী শব্দ আছে যা আপনার প্রাত্যহিক জীবন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে কাজে আসবে। শব্দগুলো বাংলা থেকে ইংরেজীতে দেওয়া, তাই শিখতে কোনো অসুবিধা হবে না। যদি এপ্লিকেশনটি আপনাদের ভালো লাগে তাহলে মন্তব্য করবেন, ভবিষ্যতে আরো এমন এপ্লিকেশন অথবা এর আপডেট দেবার চেষ্টা করব। ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "১০০ টি অতি প্রয়োজনীয় ইংরেজী শব্দ"|
৩. সোনামনিদের ছড়া:


ইংরেজী আর হিন্দির চাপে আমরা আমাদের নতুন প্রজন্মকে সুন্দর সুন্দর বাংলা ছড়া শেখানো ভুলতে বসেছি। এখন বাচ্চারা "আয় আয় চাদ মামা " শেখার আগে "বা বা ব্লাক শীপ " শেখে। আমরা যেন আমাদের পুরনো এবং অতি জনপ্রিয় ছড়াগুলো ভুলে না যাই, সেই জন্য ২৫ টি অতি পরিচিত ছড়া নিয়ে ও সুন্দর ছবি দিয়ে এই এপ্লিকেশনটি সাজানো। ছোটদের ছড়াগুলো শেখাবার জন্য অথবা নিজেরা ছোটবেলার মজার ছড়াগুলো পড়তে ডাউনলোড করতে পারেন এই এপ্লিকেশনটি। এখনকার বাচ্চরা যেহেতু স্মার্ট ফোন, ট্যাব এসব নিয়ে খেলা করতে খুব ভালবাসে, তাই এপ্লিকেশনএর মাধ্যমে খুব সহজেই ছড়াগুলো শিখে ফেলতে পারবে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "সোনামনিদের ছড়া"|
৪. বান্দরবান ভ্রমন গাইড:


বাংলাদেশের এখন একটি অতি পরিচিত এবং খুব সুন্দর পর্যটন কেন্দ্র বান্দরবান। আমরা অনেকেই ছুটিতে বান্দরবান হয়ত ঘুরতে চলে যাই। অনেকে হয়ত যাবার চিন্তা করছি। তাই যাবার আগে কিভাবে যেতে হবে এবং ওখানে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো যদি আগে থেকে দেখে নেই তবে হয়ত আমাদের অনেক উপকারে আসবে। এই কথা মাথায় রেখে " বান্দরবান ভ্রমন গাইড" এপ্লিকেশনটি বানানো। এখানে আরো পাবেন বান্দরবান এ খাবার রেস্টুরেন্টগুলোর খবর ও হোটেল / থাকার কি ব্যবস্থা এবং খরচ কেমন হবে। আশা রাখি এপ্লিকেশনটি উপকারে আসবে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "বান্দরবান ভ্রমন গাইড"|
৫. গোপাল ভাড়ের হাসির গল্প:

গোপাল ভাড়ের হাসির গল্পের কথা আমাদের কার না মনে নেই। গল্পগুলো যেমন হাসির তেমনি অনেক কিছু শেখার আছে এই ছোট ছোট হাসির গল্পগুলো থেকে। গোপাল ভাড়ের গল্পগুলো বাংলা সাহিত্যে অলংকারের মত। গোপাল ভাড়ের হাসির গল্প সব বাংলা প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার জন্য একটি অ্যান্ড্রয়েড এপ্লিকেশনএর চেয়ে ভালো আর কি হতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেকোনো বাঙালি এইগল্প পড়তে পারবে এই অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "গোপাল ভাড়ের হাসির গল্প"|
৬. ঠাকুরমার ঝুলির গল্প:


ঠাকুরমার ঝুলি বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি পঠিত বাংলা গল্পের বই। এইসব রূপকথার গল্প শুধু গল্প আকারেই বের হয়নি, কার্টুন ও নির্মিত হয়েছে এইসব গল্প নিয়ে। ছোটবেলায় আমরা কম বেশি সবাই এইসব গল্প পড়েছি কিন্তু নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে গল্পগুলো তুলে দিতেই এই এপ্লিকেশনটি বানানো। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "ঠাকুরমার ঝুলির গল্প"|
৭. নাসিরুদ্দিন হোজ্জার গল্প:


নাসিরুদ্দিন হোজ্জার গল্পগুলো যেমন হাসির তেমনি প্রতিটি গল্পের শেষে রয়েছে একটি মোরাল বা শিক্ষনীয় মন্তব্য। হাসির ছলে সকল বয়সের মানুষকে একটু সুশিক্ষা দিতে এসব গল্পের জুরি মেলা ভার। গল্পগুলো প্রিয় সব বয়সের মানুষের। বিশ্বাস না হলে এখনি পরে নিতে পারেন এপ্লিকেশনটি ডাউনলোড করে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "নাসিরুদ্দিন হোজ্জার গল্প"|
৮. হাসির গল্পের এপ্লিকেশন:


আমাদের দৈনন্দিন জীবনের কাজে আমরা এতই ব্যস্ত যে আমাদের দম ফেলবারও সময় নেই। হাসতে যেন আমরা একদম ভুলে গিয়েছি। এমন জীবনে যদি একটু হাসির খোরাক জগতে হয় তাহলে সুস্থ্য হাসির গল্পের কোনো বিকল্প চিন্তা করা মুশকিল। হাসি যেমন জীবনেকে প্রানবন্ত করে তেমনি আপনাকে দেই নতুন কর্মৌদ্দম । ব্যস্ত জীবনে একটু প্রাণ খুলে হাসতে এই এপ্লিকেশনগুলো ডাউনলোড করে অবসর সময়ে পড়ে নিতে পারেন। এপ্লিকেশনগুলো ডাউনলোড করুন এই লিংক থেকে "ব্যাপক হাসির গল্প", "হাসতে হাসতে পেট ব্যথা"," বাংলা কৌতুকের মেলা।"

৯. স্বাস্থ্যর টুকিটাকি:


ছোটবেলায় আমরা জেনেছি স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না, কাজ কর্মে মন বসে না। কথাগুলো একশত ভাগ সত্যি। এইটু শরীরের যত্ন নিলেই আমরা অনেক কঠিন রোগ থেকে অনেক দুরে রাখতে পারি আবার অনেক ভোগান্তিও এড়িয়ে যেতে পারি। কিভাবে দাতের যত্ন নিতে হয়, চুলের যত্ন কিভাবে নিবে , নখ পরিচর্যার উপায় কি, গলা ব্যথা থেকে উপশমের উপায় এসব তথ্য পাবেন এই এপ্লিকেশন থেকে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "স্বাস্থ্যর টুকিটাকি"|
১০. শাক সবজির গুনাগুন:


আমাদের দেশের মত হয়ত অন্য কোনো দেশে শাক সবজি এত সহজলভ্য নয়। আমাদের দেশে আছে হরেক রকম শাক সবজি এবং পুস্তিগুনের দিকদিয়ে এসব শাক সবজি খুবই সমৃদ্ধ। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে এসব শাক সবজি হয়ত কম খাই। খেতে চাই শুধু মাছ মাংস। কিন্তু এইসব শাক সবজি আমাদের অনেক পুস্তি দিতে পারে এবং অনেক রোগের জন্য এসব সবজি অনেক উপকারী। এই এপ্লিকেশনটিতে শাক সবজির গুনাগুন নিয়ে অনেক তথ্য রয়েছে যা আপনার অনেক কাজে আসতে পারে। এপ্লিকেশনটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে এই লিংক এ "শাক সবজির গুনাগুন"|

(সংগৃহীত)
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger