স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে উঠবে ফেসবুকে আপলোডকৃত ছবি!


ফেসবুক নিয়ে এল আটোম্যাটিক ফটো এনহ্যান্স সুবিধা। এই ফিচারটির মাধ্যমে ফেসবুক আপনার আপলোডকৃত ছবিকে নিজ থেকেই আরও সুন্দর করে তুলবে। ছবির ব্রাইটনেস, কালার প্রভৃতি অ্যাডজাস্ট করে একে একে সুন্দরভাবে উপস্থাপন করবে ফেসবুকের নতুন টুল।
এই মুহুর্তে শুধুমাত্র আইওএস ডিভাইসের জন্য ফেসবুকের অটো-এনহ্যান্স সুবিধা উপলভ্য আছে। শীঘ্রই ফিচারটি এন্ড্রয়েডেও চলে আসবে।

এই ফিচার যদি আপনি না চান আপনাকে প্রতিবার ছবি আপলোড এর সময় wand নামক বাটন চাপতে হবে।আপনি ইচ্ছা করলে অ্যাপ সেটিংসে গিয়ে ডিসেবলও করে রাখতে পারেন তাহলে আর প্রতিবার কাজটি করতে হবে না।
নতুন এই ফিচার আজ থেকেই পাওয়া যাবে তবে এপ স্টোরে এখনো কোন প্রকার আপডেট আসেনি।
এই সুবিধাটি যদিও গুগল প্লাস এর আটো অসাম ফিচার এর মত ততটা জাদুকরী নয় তবে কিছুটা সুবিধাতো আশা করাই যায়।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger