অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড..........হয়ত কখনও আপনার কাজে লাগতে পারে..........


অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্পরিবর্তন, ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড
*#06# –                                 IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# –                      ফ্যাক্টরি রিসেট কোড ( ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* –                  ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#197328640#*#* –        সার্ভিস  টেস্ট মোড কোড।
*#*#1111#*#* –                  FTA সফটওয়্যার ভার্সন
*#*#1234#*#* –                  PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* –              Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* –                  ব্যাক লাইট ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# –                   সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* –                   টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# –                             সিস্টেম ডাম্প মোড।
*#9090# –                             ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* –          ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# –                         ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# –                         HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।
*#7465625# –                       ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#*   –                ফ্যাক্টরি রি-স্টোর সেটিং।গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855#   –                    ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#*   –                ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#8255#*#*  –                  G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#273283*255*663282*#*#* –    ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#*    –     সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#*   –                এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন পরিনত করবে।
*#*#273282*255*663282*#*#* –  সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#34971539#*#*    –       ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে

W-LAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#*    –           ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#*    –         জিপিএস টেস্ট।
*#*#1575#*#*    –               আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#*   –            Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*#    –             Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    –               প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#*    –                   এলসিডি টেস্ট।
*#*#2664#*#*   –                টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#*    –               টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#*   –                প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#*    –  মেলোডি টেস্ট।
*#*#3264#*#*    –               ্যাম ভার্সন টেস্ট


ফোন এবং ব্যাটারির তথ্য- * # * # 4636 # * # *
আইএমইআইনম্বর – * # 06 #
নতুন করে ফোন সার্ভিস মেনু লেখা- * # 0 * #
ক্যামেরার বিস্তারিত  তথ্য – * # * # 34971539 # * # *
সবমিডিয়াফাইলেরব্যাকআপ- * # * # 273282 * 255 * 663282 * # * # *
ওয়্যারলেসল্যানটেস্ট – * # * # 232339 # * # *
সার্ভিসের জন্য টেস্ট মোড একটিভ করা – * # * # 197328640 # * # *
পিছনেরআলোটেস্ট করা – * # * # 0842 # * # *
Touchscreen পরীক্ষা  - * # * # 2664 # * # *
Vibration টেস্ট – * # * # 0842 # * # *
FTA সফটওয়্যারসংস্করণ – * # * # 1111 # * # *
সফটওয়্যারএবংহার্ডওয়্যার এর সম্পূর্ণ তথ্যতথ্য – * # 12580 * 369 #
ডায়াগনস্টিককনফিগারেশন – * # 9090 #
ইউএসবিলগিংকন্ট্রোল – * # 872564 #
সিস্টেমডাম্পমোড – * # 9900 #
HSDPA / HSUPA কন্ট্রোলমেনু – * # 301279 #
Phone Lock Status দেখা – * # 7465625 #
Factory State এ ডাটা পার্টিশন রিসেট করা  – * # * # 7780 # * # *
ফোনের সব কিছু ডিলেট করা* 2767 * 3855 #
 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger