ফেসবুকে বিরক্তিকর ছবি ট্যাগ করা নিয়ে যন্ত্রনায় আছেন? তাহলে সমাধান নিন এখনই.................


 ফেসবুকের ট্যাগ নিয়ে প্রচণ্ড যন্ত্রনায় আছে আমার মত বেশ কিছু মানুষ। তাদের মাঝে আমিও ছিলাম একটি সময়। আজ আমি ঐসকল ভাইদেরকে দেখাব কিভাবে আপনারা ফেসবুকের ট্যাগ করার অপশন টি বন্ধ করতে পারবেন। মানে হচ্ছে এখন আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। বিরক্তকর ট্যাগ অপশন টি থেকে সমাধান নিয়ে নিন। এই মুহূর্ত হতে যন্ত্রনা থেকে রেহাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
নিচের কাজ গুলো অনুসরণ করুণ তাহলেই হবে।

১। ফেসবুকে লগইন করে Privacy settings. এ প্রবেশ করুন। চিত্র দেখে নিন।

২। এবার Timeline and Tagging অপশন এ প্রবেশ করুন।

৩। এবার  Timeline and Tagging থেকে খুজে নিন এই লিখাটি Who sees tag suggestions when photos that look like you are uploaded?
৪। এখন Edit এ ক্লিক করে  No One দিয়ে দিন। এটি আউট সেভ হয়ে যাবে এবং এখন আর আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না।

এখন আপনার কাজ শেষ।এখন থেকে আর কেউ আপনাকে তার ছবিতে ট্যাগ করতে পারবেনা।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger