মোবাইলের কিছু টিপস, যা আপনার জানা দরকার.............


আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার জানা একান্ত প্রয়োজন। 
তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।
১. অনাকাংখিত SMS আসা বন্ধ করুন আপনার মোবাইলে।

আমরা অনেক সময় চাই যেন আমাদের মোবাইলে কিছু সময়ের জন্য SMS  না আসুক ।
যেমন অফিসে, বাসায়, যখন মোবাইল চার্জে রাখা হয় অথবা অন্য কারো কাছে মোবাইল থাকলে ।

তাহলে ডায়াল করুন

Active: *35*0000*16#
Deactive: #35*0000*16#
২. ফ্রী ইন্টারনেট কনফিগারেশন সকল সিমের জন্যঃ

১। Banglalink : লিখুন All এবং সেন্ড করুন 3343 (ফ্রী)

২। গ্রামীনফোন : মেসেজ অপশনে গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080 এ। অথবা ডায়াল করুন *111*6*2# (ফ্রী )
৩। টেলিটক : set লিখে মেসেজ পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)
৪। রবি : কল করুন *140*7# (charge প্রযোজ্য)
৫। Airtel : ডায়াল করুন*121*7*3# (ফ্রী)
বিঃ দ্রঃ বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234

৩. আপনি মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন     তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১। জিপি: – টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে

২। রবি: – *১৪০*১৪# (চার্জ ২.৫০টাকা)
৩। বাংলালিংক: – *১২৫#
৪। এয়ারটেল: – *১২১*১*১*১#
5। টেলিটক: – টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮)
৪. আপনার রবি সিমে সর্বশেষ রিচার্জ জানতে ডায়াল করুন *777#
৫. গ্রামীনফোনে মোট কত টাকা ব্যবহার করলেন তা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
*৫৭৭*১৫# (মুলত ১ মাস আগেরটা দেখায়)
এই মাসের ব্যবহারের পরিমাণ দেখতেঃ *৫৭৭*১৬#
আজকের দিনে ব্যবহারের পরিমান দেখতেঃ *৫৭৭*১৭# 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger