আপনিই কাস্টম রম ইন্সটল করতে পারবেন.......দুনিয়ার যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে।

আজ আমি আপনাদের দেখাব, কিভাবে নিজে নিজে কাস্টম রম ইনস্টল দিবেন।এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে।
1. Mobile Uncle Tools
2. Costum Rom/Recovery.img লাগেবে।


প্রথমে এখান থেকে ভিডিওটি দেখে নিন।কিভাবে কাস্টম রম ইনস্টল দিতে হবে।

তারপার ও কিভাবে ইনস্টল করবেন আমি তা বিস্তারিতভাবে এখানে দেখাচ্ছি।আপনারা স্টেপ বাই স্টেপ অনুসরন করুন।
1. Mobile Uncle Tools ডাওউনলোড করুন।
2. Mobile Uncle Tools ওপেন করুন।
3. Recovery Update এ যান।
 4. recovery.img সিলেক্ট করুন।

  5. OK সিলেক্ট করুন।
6.  OK সিলেক্ট করুন। এবার আপনার সেট রিবুট হবে কিন্তু আপনার আসল রম এ অন হবে না। বরং নতুন রিকভারি মোডে অন হবে। টাচ কাজ করবে না। আপনাকে ভলিউম আপ,ডাউন আর পাওয়ার বাটন দিয়া কাজ করতে হবে। ভলিউম আপ আর ডাউন হলো উপর নিচ আর পাওয়ার বাটন হলো  সিলেক্ট।

. Install zip from sdcard এ যান।



 8. Choose zip from sdcard এ যান। এবার আপনার ডাউনলোড করা কাস্টম রমটি সিলেক্ট করুন। খেয়াল রেখেন যে কাস্টম রম টা যেনো .zip ফাইল এ থাকে।

9.  আমার ক্ষেত্রে আমি আমার ডাউনলোড করা কাস্টম রম ইউস করছি। 

10. Yes সিলেক্ট করুন। সিলেক্ট করলেই ইন্সটল শুরু হবে।

11. ইন্সটল শেষ। এবার Go Back সিলেক্ট করুন। 

12. Reboot system now সিলেক্ট করলেই আপনার সেট রিবুট নিবে আর আপনার কাজ শেষ। 



 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger